যশোর প্রতিনিধি:: বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় যশোরের শার্শায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনের শুভ সুচনা করা হয় স্বাধীনতার ৫৩ তম বিজয় দিবসের। বেনাপোল পৌরসভাধীন কাগজপুকুর স্মৃতিস্তম্ভে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়।
এর আগে শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে সূর্য উঠার সাথে সাথে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা শেখ রাসের মিনি স্টেডিয়ামে উপজেলা পুলিশ প্রশাসনসহ সকল শিক্ষা প্রতিষ্টানের অংশ গ্রহণে কুজকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ডঃ কাজী নাজিব।পরে উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু,যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, বীর মুক্তিযোদ্ধাগন,উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) নুসরাত ইয়াসমিন, শার্শা থানার ওসি আমির আব্বাস, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।