মাহমুদুল হাসান :: গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর হতেই শার্শার বিএনপির রাজনৈতিক অঙ্গনে মাঠ দখলের লড়াইয়ে সক্রিয় একাধিক গ্রুপ। সমস্যা নিরসনে এখনো পর্যন্ত বিএনপির হাইকমান্ড থেকে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নী।
নিজেদের প্রভাব বিস্তারসহ শক্তিমত্তা জানান দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপাসন তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করেই এলাকায় অপরাধমূলক ও দলীয় সিন্ধান্ত বিরোধী কর্মকান্ড চালাচ্ছে তারা।এতে করে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এমনকি এলাকার সাধারন ভোটারদের মাঝে অসন্তোষ সৃষ্টি হচ্ছে ।
শার্শায় যদিও মাঠে নেই প্রতিপক্ষ আওয়ামীলীগের নেতা-কর্মীরা,তবুও পেশী শক্তি প্রয়োগ করেই নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছেন বিএনপির মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা। অপকর্ম এড়াতে গ্রুপ গুলো একে ওপরের বিপক্ষে দোষ চাপিয়ে গনমাধ্যমে বক্তব্য দিচ্ছে।ফলে সাধারন জনগন বিভ্রান্তিতে পড়ছে।
বিএনপির নেতা-কর্মীদের এহেন কর্মকান্ডে শার্শায় বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে দাবী এলাকাটির প্রবীন রাজনিতীবিদদের। তাদের মতে আওয়ামীলীগ আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে না পারলেও( ৮৫,যশোর-১) শার্শার আসনটিতে সরকার গঠন করতে গেলে টেক্কা দিতে হবে জামায়েত এর সাথে।
জয়,পরাজয় যাই হোক না কেন শার্শা আসনে জামাতের যে শক্তিশালী আবস্থান রয়েছে তা বিগত দিনের নির্বাচন পর্যালোচনা করলে বুঝা যায়। শার্শায় বিএনপির নেতা-কর্মীদের উৎশৃঙ্খল আচরনে ভেটের হিসাব নিকাশ পাল্টাতে পারে বলে তাদের ধারনা।
বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি,নাভারনের সাবেক চেয়ারম্যান ও শার্শা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির ও সাবেক কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি নুরুজ্জামান লিটন পন্থি নেতা-কর্মীদের মধ্যে ইতিপূর্বে এলাকায় প্রভাব বিস্তারজনিত কারনে ছোট খাট বাক বিতন্ডা চললেও এখন তা সংঘর্সে রুপ নিয়েছে।
গতকাল( ২৬ নভেম্বর )মঙ্গলবার রাতে বেনাপোল পৌরসভাধীন কাগজপুকুর গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্স বাধলে হাসান জহির সমর্থিত কাগজপুকুর গ্রামের বিএনপি নেতা সোহারাব হোসেন নিজ দলীয় তোকর্মীদের হাতে গুরুতর আহত হয়ে যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এর আগে শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকালে ডাকা সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া,ভাংচুর ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।এতে উভয় গ্রুপের অন্তত ১০জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কাগজপুকুর গ্রামের মারামারির ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ইয়ার আলী জানান,গতকাল বিকালের গোড়পাড়ার সমাবেশে যোগদানের জন্য আনুমানিক দুই শো নেতা-কর্মী মফিকুল হাসান তৃপ্তির পক্ষে গ্রামের আমতলা নামক স্থানে জড়ো হয়।
সমাবেশ স্থলে গোলযোগ বাধার খবরে আমরা গোড়পাড়া না গিয়ে নিজ নিজ বাসায় ফিরে যায়। পরবর্তী সময়ে লিটন পন্থী নেতার লোকজন ইয়াকুব ও শহীদের নেতৃত্বে দেশীয় অস্ত্র লাঠি সোটা,দা নিয়ে ২৫/৩০ জনের সংঘবদ্ধ দল গতকাল রাত ৮ টার দিকে আমার ভাই সোহারবের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর জখম করেন। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীসহ আমরা বের হলে তারা পালিয়ে যায়।
মফিকুল হাসান তৃপ্তির জনসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে লোকসমাগম করায় প্রতিপক্ষরা তাদের উপর আক্রোশ বসত হামলা চালিয়ে মারপিট করেছে বলে তিনি আরো জানান । শার্শায় গ্রুপিং এর দ্বায়ে অভিযুক্ত নেতাদের সহিত যোগাযোগের চেষ্ঠা চালিয়ে সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনী। হামলার ঘটনায় কোন পক্ষই এখনো থানায় অভিযোগ করেননি বলে থানা সূত্র নিশ্চিত করেন।
শার্শায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্স ও আভ্যন্তরীন দন্দ এবং তা সমাধানের লক্ষ্যে উপজেলা ও জেলা বিএনপির ভূমিকা প্রশ্নে শার্শা থানা বিএনপির সভাপতি জনাব খায়রুজ্জামান মধু মুঠো ফোনে বলেন,আমি অসুস্থজনীত কারনে গত ২ দিন ধরে রাজধানীর হাসপাতালে ভর্তি রয়েছি। সাংগঠনিক আপডেট খবর সম্পর্কে আমি ঙ্গাত নই।
স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিত্ব,এলাকাবাসী, সাধারন ভোটার, বিএনপির মাঠ পর্যায়ের তৃণমূল কর্মী সমর্থক ও বিরোধী দলীয় রাজনিতীবিদদের সাথে কথা বলে ও খোঁজ খবর নিয়ে জানা যায়,বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তির উপজেলার সাধারন জনগনের মাঝে ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে।
বিগত সময়ে রাজনৈতিক ভাবে সংস্কারপন্থী ইস্যুতে জনপ্রিয় এ নেতা বিএনপির রাজনিতী হতে একটু দূরে সরে থাকে। শার্শার রাজনৈতিক মাঠে বিএনপির অবস্থান ধরে রাখতে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির অগ্রনী ভূমিকা রাখায় এলাকায় তার একটা শক্ত অবস্থান তৈরী হয়।
তরুণ নেতা ও সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী নুরুজ্জামান লিটন উপজেলা জুড়ে তৃনমূলের নেতা-কর্মীদের কাছে তেমন একটা জনপ্রিয়তা না পেলেও বেনাপোল পৌরসভা কেন্দ্রিক তার রয়েছে একটা শক্ত অবস্থান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘীরে দলীয় মনোনয়নে নির্বাচন করতে আগ্রহী বিএনপির এই তিন নেতা। তাই ভোটের মাঠ দখলে রাখতে ও নেতা-কর্মীদের নিজ গ্রুপে ভেড়াতে মরিয়া সকলে। বিএনপি নেতাদের নিজ স্বার্থ হাসিলের সমীকরনে বলী হতে চাননা এলাকাটির সাধারণ মানুষ। তারা চাই শান্তিতে বসবাস যোগ্য স্বস্তির একটি মডেল শার্শা।