স্টাফ রিপোর্টার:: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর সদস্যদের হাতে মোঃ মিজান ওরফে মিরাজ (৪৫) নামের অপহরন ও চোর চক্রের মূলহোতা গ্রেফতার হয়েছে। সে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাসিন্দা।
র্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়, আমিনুল ইসলাম চুন্নু (৫২) নামের একজন ইজি বাইক চালক। সোমবার( ১৭ অক্টোবর ) ঝিনাইদাহের বিসিক শিল্প নগরী এলাকায় যাত্রী নামিয়ে ফিরছিলেন।
এ সময় গ্রেফতারকৃত আসামী মোঃ মিজান শেখ সহ অজ্ঞাতনামা ৩জন আসামী ১টি সাদা রং এর মাইক্রোবাস নিয়ে এসে চেতনানাশক ঔষধ মেশানো রুমাল ভিকটিমের মুখে চেপে ধরে তাকে অচেতন করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
অপহরন চক্রের সদস্য গ্রেফতারকৃত আসামী চালক সেজে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্ঠাকালে স্থানীয় লোকজন র্যাবের টহল দলকে জানালে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে ভিকটিমের ভাতিজা তাজমুল হোসেন বাদী হয়ে ঝিনাইদাহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিঙ্গাসাবাদে উক্ত অপহরন ও ইজিবাইক চুরির কথা স্বীকার করেন।
মামলার বাকী আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে আরো জানা গেছে।