স্টাফ রিপোর্টার :: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর অভিযানে ১৪জন অপহৃত ভিকটিম উদ্ধারসহ সুন্দরবনে সাধারন জেলেদের অপহরণ ও মুক্তিপন দাবির অপরাধে ৫অপহরনকারী গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-সঞ্জয় বাইন ( ৩৪),মোঃ গাউস ( ৩০),মঞ্জুআরা বেগম( ৩৪),আলআমিন হাওলাদার ( ২৮) ও রবিবউল হাওলাদার ( ৩৩)। এরা সকলেই বাগেরহাট জেলার রামপাল থানা ও দাকোপ থানা এলাকার বাসিন্দা।
র্যাব-৬ এরখুলনার একটি আভিযানিক দল ২৮জুলাই বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঐ ৫ অপহরনকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা জেলার দাকোপ থানায় মামলা রুজু পূর্বক আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের দেওয়া প্রেসবিজ্ঞপ্তি হতে জানা যায়, গত ২৩ জুলাই গহীন সুন্দরবনের ভিতর ভদ্রা নদীর টগিবগী খালে ডিঙ্গি নৌকায় মাছ ধরার সময় দস্যুরা জেলেদের কাছে এসে অস্ত্রের মুখে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাতস্থানে রাখে।পরে মোবাইল ফোনে জেলেদের পরিবারের নিকট ২ লাখ টাকা মুক্তিপন দাবি করে।অপহরনকারীদের পাঠানো মোবাইল নাম্বারে জেলে পরিবারের লোকেরা বিকাশে ৭০হাজার টাকা পাঠান।
পরবর্তীতে জেলেদের পরিবারের সদস্যরা র্যাব-৬ খুলনাকে অপহরনের বিষয়টি অবহিত করলে র্যাব ভিকটিমদের উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে অভিযান পরিচালনা করে অপহরনকারীদের গ্রেফতার করতে সক্ষম হন।