স্টাফ রিপোর্টার :: যশোর থেকে প্রকশিত রুপান্তর প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর কবির ( ৪০ ) ও একই পত্রিকার রিপোর্টার এইচ এম উজ্বলের নামে যশোরের আদালতে মামলা দায়ের হয়েছে।
রবিবার ( ১২ জানুয়ারি ) যশোরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে অভিযোগ দায়ের করেন যশোর জেলার কতোয়ালী থানাধীন বিরামপুর কালিতলা গ্রামের মৃত নুর মোহাম্মদ শেখের ছেলে আবুল কালাম আজাদ (৬২)। যাহার মামলা নং- সি আর ১৮৪/২৫ ও তারিখ ১২-১-২০২৫ সাল।
বাদী পক্ষের আইনজিবী আব্দুল্লাহ রুপান্তর প্রতিদিনের সম্পাদক আলমগীর ও রিপোর্টার উজ্বলের নামে আদালতে মামলার সত্যতা নিশ্চিত করে জানান,বিজ্ঞ আদালতের বিচারক গোলাম কিবরিয়া বাদীর অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক ওসি কোতয়ালীকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে,বাদী ও তার ছেলে সুনামের সাথে ব্যবসা করে জীবীকা নির্বাহ করেন। আসামিরা গত ৮ জানুয়ারি রুপান্তর প্রতিদিন পত্রিকায় “ধংসের পথে যশোরের স্থানীয় যুব সমাজ, মাদক ভাসছে শহরতলীর উপশহরও বিরামপু “ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে।
উক্ত প্রতিবেদনে উদ্দ্যেশমূলক ভাবে আসামিরা মামলার বাদী ও তার ছেলের নামে মিথ্যা তথ্য উপস্থাপন করে যা পরদিন বাদী শুভানুধ্যায়ীদের মাধ্যমে জানতে পারে।
গত ১০ জানুয়ারি বিরামপুর ফকিরার মোড়ে আসামিদের সাথে দেখা হলে বাদী মিথ্যা সংবাদ প্রকাশের কারন জিজ্ঞাসা করলে তারা ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে আসামিরা ১ লাখ টাকা অফিসে পৌছে না দিলে আরও সংবাদ ছাপানো হবে বলে হুমকি দিয়ে চলে যায়। আসামিদের হুমকিতে তিনি নিরুপায় হয়ে আদালতে এ মামলা করেছেন।
উল্লেখ্য,ইতিপূর্বেও রুপান্তর প্রতিদিন এর সম্পাদক আলমগীরের নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার অভিযোগ রয়েছে। যশোর বার্তার স্টাফ রিপোর্টার ও ঢাকা হতে প্রকাশিত দৈনিক স্বাধীন সংবাদের ভ্রাম্যমান প্রতিনিধি মাহমুদুল হাসান বাবু বলেন,অসৎ উদ্দেশ্যে কেবলই অর্থ উপার্যনের আশায় সম্পাদক আলমগীর বেনাপোল সীমান্তের চোরাকারবারীদের সাথে যোগ সাজজে কোনরুপ যাচাই বাছাই ছাড়াই গত ২ জানুয়ারী তার নামে মিথ্যা,মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে।
সম্পাদক আলমগীরের এহেন কর্মে সাংবাদিক মহল প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি যশোর জেলা প্রশাসকের দৃষ্টি আর্কষন করে সুষ্ঠ তদন্ত পূর্বক “ রুপান্তর প্রতিদিন” পত্রিকাটির বিরুদ্ধে কার্যত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।