যশোর আজ সোমবার , ২১ ফেব্রুয়ারি ২০২২ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

রানি এলিজাবেথ করোনা আক্রান্ত

প্রতিবেদক
Jashore Post
ফেব্রুয়ারি ২১, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ণ
রানি এলিজাবেথ করোনা আক্রান্ত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

রানি এলিজাবেথ করোনা আক্রান্ত হয়েছেন।তিনি ব্রিটেনের রানি। রোববার রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। চার দিন আগে প্রাসাদের কর্মীদের তিনি জানিয়েছিলেন যে,তিনি খুব বেশি হাঁটাচলা করতে পারছেন না।

বিবৃতিতে রাজপ্রাসাদ বলেছে, ‘আজ রানির কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে। মহামান্য রানি মৃদু সর্দি অনুভব করছেন।

তবে আগামী সপ্তাহগুলোতে তিনি উইন্ডসরে হালকা কাজকর্ম করবেন বলে আশা করা হচ্ছে। তিনি চিকিৎসা নেওয়া অব্যাহত রাখবেন এবং যথাযথ নির্দেশনা মেনে চলবেন। ৯৫ বছরের রানি এলিজাবেথ করোনার টিকার সব কয়টি ডোজ পেয়েছেন বলে আরো জানা গেছে।

এর আগে চলতি মাসের প্রথম দিকে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লসের করোনা শনাক্ত হয়েছিল। এর কয়েক দিন আগে তিনি রানির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে।

সর্বশেষ - সারাদেশ