ভারতের তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে হাসপাতালে ভর্তি রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।তামিল সুপারস্টার রজনীকান্ত,হাসপাতালে ভর্তি।
তার মূখপাত্র রিয়াজ কে আহমেদ জানান,রুটিন চেকআপের জন্যই এই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও গুঞ্জন শোনা যাচ্ছে, রুটিন চেকআপ নয় বরং বুকে ব্যথা অনুভব করায় রজনীকান্তকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে রজনীকান্তের সঙ্গে দেখা করেছেন তার আত্মীয় ওয়াই জী মহেন্দ্র। তিনি বলেন, রজনীকান্ত হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন। আমি সঠিক জানি না তাকে এখন কী চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার আনাত্তে সিনেমা মুক্তির আগেই ছাড়পত্র পাবেন।
সম্প্রতি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’ পেয়েছেন রজনীকান্ত। অনুষ্ঠানে তার বক্তব্যে বাসচালক বন্ধু রাজ বাহাদুরকে ধন্যবাদ জানান তিনি। এতে তার প্রতি ভক্তদের শ্রদ্ধা আরো বেড়ে গেছে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকরা।
এদিকে মুক্তির অপেক্ষায় রজনীকান্ত অভিনীত ‘আনাত্তে’। সিনেমাটি পরিচালনা করছেন শিবা।এতে আরো অভিনয় করছেন নয়নতারা।
Discussion about this post