চীনের ভাইস প্রিমিয়ার ঝাং গাওলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে প্রায় তিন সপ্তাহ জনসম্মুখে আসেননি টেনিস তারকা পেং শুয়াই।যৌন নিপীড়নের অভিযোগ তোলা চীনের টেনিস তারকা নিরাপদে আছেন।
খোঁজও পাওয়া যাচ্ছিল না টেনিস তারকা পেং শুয়াই। তাই তার নিরাপত্তার শঙ্কায় উত্তাল হয়ে পড়ে টেনিস বিশ্ব।উদ্বেগ জানিয়ে টুইট করেন সেরেনা উইলিয়ামস,নোভাক জোকোভিচের মতো বড় বড় তারকারা।
অবশেষে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ( আইওসি ) এক বিবৃতিতে নিশ্চিত হলো নিরাপদেই আছেন পেং। আইওসি প্রেসিডেন্ট টমাস বাখের সঙ্গে প্রায় ত্রিশ মিনিট ভিডিও কনফারেন্সে কথা বলেছেন এই চাইনিজ টেনিস খেলোয়াড়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘৩০ মিনিটের ভিডিও কলের শুরুতে পেং শুয়াই তার অবস্থা নিয়ে ভাবনার জন্য আইওসিকে ধন্যবাদ জানান। তিনি নিরাপদ ও ভালো আছেন, বেইজিংয়ে তার বাড়িতেই আছেন। তবে এই সময়ে তার গোপনীয়তাকে সম্মান করার আহ্বান জানান।
আইওসির এই বিবৃতির পরও পেংয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত নারী টেনিস অ্যাসোসিয়েশন।