যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পুলিশের অভিযানে যশোর জেলার মনিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রাম হতে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের দায়ে অভিযুক্ত ২ ব্যাক্তি গ্রেফতার হয়েছে।
এ সময় তাদের হেফাজতে থাকা ৬টি চোরাই মোবাইল ও বিকিনিকির ৩১হাজার টাকা জব্দ করা হয়। গত ১৮মে রাতে তাদেরকে গ্রেফতার করে যশোর ডিবি পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো মনিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামের আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩০) ও একি উপজেলার নেহালপুর গ্রামের হারান গাজীর জামাতা সোহাগ (৩১)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে বলে যশোর জেলা গোয়েন্দা শাখার এক বিজ্ঞপ্তি হতে জানা যাই।