যশোর প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে যশোরে এক বর্ণাঢ্য র্যালী। এছাড়াও “ রাসেল আছে সকল মায়ের দু চোখ ভরা জলে,রাসেল আছে ভোর জাগা শিশুর কোলাহলে” এ প্রতিপাদ্যকে ঘীরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অমিত্রাক্ষর-এ অনুষ্ঠিত হয় স্মৃতিচাণ,আলোচনাসভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।
এর আগে ( ১৮ অক্টোবর ) বুধবার সকালে যশোরের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার কালেক্টরেট ভবন প্রাঙ্গনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নাম্বার সড়কে ঘর আলো করে জন্ম নেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত হন ছোট্ট শিশু রাসেল। বেঁচে থাকলে রাসেল হতে পারতো যোগ্য পিতার উত্তরসূরি। ২০২১সাল হতে রাসেলের জন্মদিন রাসেল দিবস হিসাবে পালিত হয়ে আসছে।