যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের অভিযানে ৬০ বোতল ফেন্সিডিলসহ চিহ্নিত ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। সোমবার (৬ডিসেম্বর) সকালে যশোরের কুয়াদা বাজার এলাকায় অভিযান চালিয়ে ডিবি সদস্যরা ঐ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন রামভদ্রপুর পূর্বপাড়া গ্রামের মৃত ইমাম সর্দ্দারের ছেলে মোঃ আলী হোসেন (৪০),একই জেলা থানাধীন বয়ারডাঙ্গা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সুমন হোসেন (২৫) ও যশোর জেলার শার্শাথানাধীন লাউতাড়া সর্দ্দারপাড়া এলাকার মোঃ জামাল শেখের ছেলে মোঃ রাজু আহম্মেদ (২৩)।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,ডিবি পুলিশের এস আই মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার পুলিশ ফোর্স সহায়তায় যশোর কোতয়ালী থানাধীন রাজারহাট টু মণিরামপুরগামী সড়কের কুয়াদা বাজারস্থ ইউনুস মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে ঐ ৩ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তাদের হেফাযতে থাকা ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ বহন কৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ১লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার জানান,গ্রেফতারকৃত ৩ আসামীর বিরদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ সংক্রান্তে ডিবি পুলিশের এআস আই নির্মল কুমার ঘোষ বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেছেন।