যশোর প্রতিনিধি :: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের পৃথক পৃথক অভিযানে ফেন্সিডিল,তাড়ি ও ইয়াবা উদ্ধারসহ ৩ মাদক কারবারী গ্রেফতার হয়েছে।
রবিবার ( ১০ মার্চ ) যশোর জেলার বিভিন্ন এলাকায় অভিযন চালিয়ে মাদকদ্রব্যসহ ঐ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেল সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- চৌগাছা উপজেলার মালিশা বাজারপাড়া এলাকার খায়রুল হকের স্ত্রী নবিছন নেছা (৪৫),যশোরের কতোয়ালী থানাধীন হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিনের ছেলে আবু জাফর (৬৮) ও বেনাপোল পোর্টথানাধীন নারানপুর বিশ্বাসপাড়া গ্রামের মৃত শহীদ সরদারের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিম সরদার (৩২)।
এ সংক্রান্তে উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান ও উপপরিদর্শক মোঃ আশরাফুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্ব-স্ব সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু করেন বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর কার্যালয় সূত্র নিশ্চিত করেন।