যশোর আজ বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যশোরে গাছে গাছে ঝুলছে বিল বোর্ড!

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ
যশোরে গাছে গাছে ঝুলছে বিল বোর্ডে!
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলায় সড়কের পাশের গাছে গাছে পেরেক বা তার কাঁটা ঠুকে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। এতে সড়কের গাছগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

গাছ ( অক্সিজেন ) মানুষের সবচেয়ে বড় বন্ধু হলেও মানুষের নিষ্ঠুরতার হাত থেকে রক্ষা পাচ্ছে না। প্রায় সময় পেরেক ঠুকে লাগানো হচ্ছে শুভেচ্ছা ব্যানার, ছাত্রভর্তি, চিকিৎসাসেবা, বাড়িভাড়া, হারবাল ওষুধ বিক্রির বিজ্ঞাপন।

কেশবপুর পৌর শহরের থানার মোড়, কলেজ গেট, পাবলিক ময়দান, হাসপাতাল মোড়-সহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার রাস্তার পাশের গাছের কোনো অংশ এখন আর ফাঁকা নেই। রাস্তার পাশের গাছগুলোতে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। লোহার পেরেক ঠুকে এগুলো টাঙানো হয়েছে।

রাস্তার পাশের গাছগুলোতে তাকালেই চিকিৎসক, ব্যবসা প্রতিষ্ঠান, কোচিং বাণিজ্যালয় ও শুভেচ্ছা বাণীসহ বিভিন্ন ধরনের সাইনবোর্ড চোখে পড়ছে। রাস্তার পাশে গাছ থাকলেই তাতে টাঙানো হচ্ছে সাইনবোর্ড, ব্যানার কিংবা প্ল্যাকার্ড। বিনা খরচে, কোনো প্রকার বাঁধা ছাড়াই প্রাতিষ্ঠানিক পণ্যের প্রচারণার জন্য বেছে নেওয়া হয়েছে গাছ।

গাছে পেরেক ঠুকে এসব লাগানো আইনসম্মত না হলেও তা কেউ মানছে না। গাছের গায়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানের শত শত সাইনবোর্ডের কারণে একদিকে যেমন গাছগুলো ঠিকভাবে বেড়ে উঠতে পারছে না। তেমন প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নতুন নতুন চিকিৎসক ও প্রতিষ্ঠান তাদের পরিচিতি জানান দিতে এখন গাছে গাছে লোহা দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে রাখছেন। স্কুল কলেজের সামনের গাছগুলোতেও টাঙানো হচ্ছে বিভিন্ন চিকিৎসক ও হোমিওপ্যাথিক প্রতিষ্ঠানের নারী-পুরুষের বিশেষ অঙ্গের চিকিৎসার সাইনবোর্ড। এতে করে কোমলমতি শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে।

কলেজ শিক্ষার্থী রুমি, প্রীতি, মুন্না, বাবুল আক্তার সহ আরো অনেকে বলেন, নারী-পুরুষের বিশেষ অঙ্গের চিকিৎসার সাইনবোর্ড সামনে দেখে লজ্জার ভিতর পড়তে হয়। এগুলো প্রতিহত করা দরকার।

কেশবপুর সচেতন মহলরা জানান, গাছ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, গাছ মারা যাচ্ছে তারকাঁটার আঘাতে। বিজ্ঞান বলছে গাছের জীবন আছে। যেহেতু গাছের জীবন আছে সেহেতু তার ব্যথা যন্ত্রণাও আছে।

গাছে পেরেক ঠুকলে তার খাবার সংগ্রহে বাধা তৈরি হয়। তাছাড়া পেরেক ঠুকা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন অণুজীব প্রবেশ করে গাছটি ধীরে ধীরে মরে যেতে পারে। গাছ বাঁচাতে গাছে পেরেক না ঠুকার অনুরোধ জানান সচেতন মহলের নাগরিকরা।

সর্বশেষ - সারাদেশ