যশোর প্রতিনিধি :: যশোরের নিউমার্কেট এলাকায় অবস্থিত এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিঃএর অফিসে অভিযান পরিচালনা করে কার্টুনে রক্ষিত সাবানের বক্সের মধ্য হতে ৪ হাজার২১০পিস ইয়াবা উদ্ধারসহ ফিরোজা খাতুন (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা।
রবিবার ( ৪ ফেব্রুয়ারী ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন উপশহর এলাকার কুরিয়ার অফিসে অভিযান চালিয়ে ইয়াবার চালান উদ্ধার করে।গ্রেফতারকৃত যশোর শহরের রেলগেট এলাকার মৃত ওয়াসীম গাজীর স্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানাই,সে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে যশোর জেলায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু পূর্বক আসামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সুত্র নিশ্চিত করে।