যশোর আজ বুধবার , ২৩ আগস্ট ২০২৩ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দিনাজপুরে আওয়ামীলীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা ঘটনায় মামলা

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ২৩, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
দিনাজপুরে আওয়ামীলীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা ঘটনায় মামলা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র,দিনাজপুর :: দিনাজপুরে প্রকাশ‍্যে আওয়ামীলীগ নেতার বাড়িতে ঢুকে ভাংচুর,লুটপাটসহ ছেলেকে মেরে রক্তক্ত করার অভিযোগে থানায় মামলা হয়েছে।

দিনাজপুর সদর উপজেলার ৯নং আশকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ রমজান আলীর সাথে ব‍্যক্তিগত শত্রুতার জের ধরে অত্র ইউনিয়নের কতিপয় দুষ্কৃতিকারী এ হামলা চালায়। এ ঘটনায় জড়িতদের নামে দিনাজপুর কোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়। যাহার মামলা নাম্বার ৬৬৮।

কোতয়ালী থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, মঙ্গলবার ২২আগষ্ট সকালে ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতির ছোট ছেলের উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বর্তমানে এম আব্দুর রহিম মেডিকেলে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে একদল সন্ত্রাসী বাসার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে তার ছোট ছেলের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি জখম করে।

এসময় স্থানীয় লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দূরে সরে যেতে বলে। ৯৯৯ হেল্পলাইন নম্বরে ফোন করা হলে ৮.৩০ মিনিটে পুলিশের গাড়ি এসে ঘটাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করে এবং বাকিরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সাধারণ জনগণ দুঃখ প্রকাশ করে এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানায়।

সর্বশেষ - সারাদেশ