আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমানকে আদালতের দেয়া রায়ের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ করেছে বিএনপি।
দলটির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার ( ৩ আগস্ট ) বিক্ষোভ কর্মসূচি পালন করে। শহরের সার্কুলার রোডে দলটির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়।পরে দলীয় কার্যালয়ের সামনেই এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় গ্রাম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু,বিএনপি নেতা শহীদুজ্জামান শহীদ, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান হাবুলসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা,তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবায়দা রহমানের রায়কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।
Discussion about this post