দক্ষিণ চীন সাগরে মার্কিন জাহাজের উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। এ নিয়ে দেশটির সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলোকে দক্ষিণ চীন সাগর থেকে দূরে থাকতে হবে, তারা যেন অবৈধভাবে পারাসেল দ্বীপপুঞ্জের ধারে কাছে না আসে।
বৃহস্পতিবার ( ২০ জানুয়ারি ) দক্ষিণ চীন সাগরে মোতায়েন চীনের লিবারেশন আর্মি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস বেনফোল্ড চীন সরকারের অনুমতি ছাড়া পারাসেল দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে যার মাধ্যমে চীনের সার্বভৌমত্ব লংঘন হয়েছে।
পিপলস লিবারেশন আর্মির বিবৃতিতে আরও বলা হয়,চীনা নৌবাহিনীর এবং বিমানবাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে অনুসরণ করেছে এবং বিতর্কিত দ্বীপপুঞ্জ এলাকার আশপাশ থেকে জাহাজটিকে চলে যেতে বলেছে।
খবর সূত্র:: পার্সটুডে