কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে বিদ্যূৎতের শক দিয়ে মাছ ধরতে গিয়ে ওই তারে জড়িয়ে মোঃ মাহাবুব হাসান (২৫) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। সে চরফ্যাশন সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
রবিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তার নিজ বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব হাসান ওই এলাকার মোঃ রফিজল ইসলাম কবিরের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে মাহাবুব হাসান বাড়ীর মিটার থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাড়ীর পাশে পুকুরে মাছ ধরতে যায়। একটি পুকুরে বিদ্যূৎতের শক দিয়ে মাছ ধরা শেষ করে অন্য আরেকটি পুকুরে মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় তারের সাথে জড়িয়ে গুরুত্বর আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে সে মারা যায়।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post