কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে রুপটাঁদা সয়াবিন তেলের ডিলার মকসুদ চৌধুরীর তেলের গুদামে অভিযান চালিয়ে ১৭৭৬ লিটার তেল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।
এসময় তেল মজুদ রাখার অপরাধে রুপটাঁদা সয়াবিন তেলের ডিলার মকসুদ চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৪ মে) রাত ৮ টার দিকে বোরহানউদ্দিন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।পরে জব্দকৃত তেল ১৬০ টার লিটার দামে সাধারন মানুষের মাঝে বিক্রি করে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়,জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র কর্মকর্তারা ও বোরহানউদ্দিন থানার একটি টিম উপস্থিত ছিলেন।