ভোলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশনে কেক কাটা ও আলোচনার সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। বুধবার ( ২৭ অক্টোবর ) সকাল ১০ টার দিকে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, চরফ্যাশন-মনপুরার কৃতি সন্তান মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের শরীফ পাড়াস্থ বাস ভবনের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন টিপু, চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আব্দুর সাত্তার, চরফ্যাশন পৌরসভা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম ভুট্রো, উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক সিকদার হুমাইন কবির, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ আশ্রাফ, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রিন্স মহাজন, পৌরসভা যুবদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রাসেদুল হাসান নয়ন, চরকলমী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা যুবদল নেতা আবুল কাসেম নয়ন ও মোঃ কামরুজ্জামান শাহীন।