যশোর আজ বুধবার , ২৬ জানুয়ারি ২০২২ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ভোলায় মেঘনা নদীতে জাল পাতা নিয়ে সংঘর্ষে এক জেলে নিহত

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ২৬, ২০২২ ১২:২১ অপরাহ্ণ
ভোলায় মেঘনা নদীতে জাল পাতা নিয়ে সংঘর্ষে এক জেলে নিহত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

কামরুজ্জামান শাহীন,জেলা প্রতিনিধি :: ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেদের দুই গ্রুপের সংঘর্ষে আজগর মাঝি (২৫) নামে এক জেলে নিহত হয়েছে। নিহত আজগর মাঝি ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা খোরশেদের ছেলে।

এ ঘটনায় আরো ৫ জেলে আহত হয়েছে। আহতরা হলেন- কামাল, রাসেল, জহুর, ছলেমান ও মতিন মাঝি। তাদেরকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ( ২৫ জানুয়ারি ) বিকেল ৩টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর ৮ নং চরের পূর্ব পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা সূত্র জানায়, লালমোহন উপজেলার ধণীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদী ৮ নং চরের পূর্ব পাশে মাছ ধরার জন্য জাল পাতেন তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মতিন মাঝির নৌকার জেলেরা।
এ সময় একই স্থানে জাল পাতেন লালমোহনের বাতির খাল এলাকার নয়ন মাঝিসহ অন্যরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে তজুমদ্দিনের ৬ জেলে গুরুতর আহত হয়। এদের মধ্যে হাসপাতালের নেওয়ার পর আজগর মাঝি মারা যান।

লালমোহন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলেদের দুই পক্ষের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।

সর্বশেষ - লাইফস্টাইল