কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার লালমোহনে বাংলাদেশ পুলিশের নারী কল্যাণ সমিতি ( পুনাক ) ভোলার উদ্যোগে গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
ভোলা জেলা পুনাকের সভানেত্রী নুরজাহান ইসলামের সভাপতিত্বে ও লালমোহন থানার ওসি মোঃ মাকসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( লালমোহন সার্কেল ) রাসেলুর রহমান, ভোলা জেলা পুনাকের সহ-সভানেত্রী মোসাঃ ফারজানা বিনতে ওহাবসহ জেলা পুনাক সদস্যরা।