কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে মহড়া দেওয়ার অভিযোগে সোহাগ ( ৩২ ) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ( ৩১ ডিসেম্বর ) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ হাসান এ দন্ডাদেশ দেন। কারাদন্ড প্রাপ্ত সোহাগ ভোলা সদর উপজেলার ৭ নং ওয়ার্ডের মো. শাহে আলমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ হাসান শনিবার (০১ জানুয়ারি ) দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে একদল দুস্কৃতিকারী শিবপুর ইউনিয়নের চাউলতা তলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল।
এ সময় তাদের ধাওয়া করে সোহাগ নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি গুলতি ও বেশ কিছু মারবেল জব্দ করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ইউনিয়ন পরিষদ ( নির্বাচন আচরণ ) বিধিমালা-২০১৬ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
উল্লেখ্য আগামী ৫ জানুয়ারী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নসহ ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।