কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ রিনা বেগম (২৫), মোঃ হাসান (৩০), মোঃ রাব্বি ও মোঃ জিসান (২১) নামের এক নারী ও তিন যুবককে আটক করেছে পুলিশ।
রোববার ( ১৬ জানুয়ারি ) উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ৩নং ওয়ার্ডে আসামী রিনার বাড়ী থেকে রিনাসহ তিন যুবককে আটক করে পুলিশ।
আটক রিনা বেগম দক্ষিণ আইচা থানার চর মানিকা ৩নং ওয়ার্ডে হাসান হাওলাদারের স্ত্রী, মোঃ হাসান একই এলাকার চাঁন মিয়ার ছেলে, মোঃ রাব্বি ও মোঃ জিসান একই এলাকার মোঃ আবুল বাশারের ছেলে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।