কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: রাত পোহালেই ৫ম ধাপের ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জেলা নির্বাচন অফিস ও প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন । নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটারেরা ভোট দিতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর পাচঁ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
তাদের মধ্যে বডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) ৬০ জন, কোস্টগার্ড ৮০ জন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ৬০ জনের অধিক, পুলিশ ১২শ’ ও আনসার ভিডিপির ২ হাজার ৩৬৩ জন সদস্যের পাশাপাশি ৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
১২ ইউনিয়নের মধ্যে আলীনগর,শিবপুর ও ভেদুরিয়ার ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম )-এ। বাকীগুলোতে ব্যালটে মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া ভোটে লড়াইয়ে আছেন সাধারণ সদস্য ৫শ ৬৩ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১শ ৫৭ জন প্রার্থী।
ভোলা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১২ ইউনিয়নে ১৪০টি কেন্দ্রে সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ,শেষ হবে বিকাল ৪ টায়। নির্বাচনী দায়িত্ব পালনে রয়েছেন ৭ জন রিটার্নিং অফিসার, ১৩৯ জন প্রিজাইডিং অফিসার ও ৮২১ জন পোলিং অফিসার।সুষ্ঠ ভোট গ্রহণে সকল প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন
ভোলা সদর উপজেলার ১২ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৯১ হাজার ৬৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৫১ হাজার ১১৬ জন এবং নারী ১ লাখ ৪০ হাজার ৫৭০ জন। ১২ ইউনিয়নের মধ্যে রাজাপুর, পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা, ভেদুরিয়া ও ভেলুমিয়ার সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকী ইউনিয়নগুলোর কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে।