যশোর আজ বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ
ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

কামরুজ্জামান শাহীন ( ভোলা ) জেলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বেপোরোয়া মোটর সাইকেলের ধাক্কায় মোঃ হাসনাইন ( ৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল বুধবার ( ৩১ জুলাই ) রাত ৯ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ শশীভূষণ থানার পশ্চিম পাশে দক্ষিণ আইচা টু চরফ্যাশন সড়কের উপরে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ হাসনাইন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রাড়ী বাড়ির খাদেম আলী বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, গতকাল বুধবার রাতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ শশীভূষণ থানার পশ্চিম পাশে দক্ষিণ আইচা টু চরফ্যাশন সড়ক দিয়ে যাচ্ছিলো নিহত হাসনাইন। এসময় রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শাহাবুদ্দিন চৌকিদারের ছেলে সৈকতের বেপোরোয়া গামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন হাসনাইন।

স্থানীয়রা ও রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হান্নান হাওলাদার তাকে উদ্ধার করে শশীভূষণ বাজারের পল্লী চিকিৎসক সাত্তারের কাছে এনে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে নেওয়ার জন্য অটো বোরাকে উঠালে তার মৃত্যু হয়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মঃ এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ