কামরুজ্জামান শাহীন(ভোলা প্রতিনিধি )জেলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে গাছের নিচে চাপা পড়ে মোঃ ইয়াকুব সরদার ( ৩৮ ) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত ইয়াকুব আলী ওই এলাকার মোঃ জালাল আহম্মদের ছেলে।
আজ সোমবার ( ৪ নভেম্বর ) সকাল ১০ টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুশন থানার জাহানপুর ইউনিয়নের ৬ ওয়ার্ডের শাহে আলম সরদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা মোঃ নাজিম জানান,আজ সোমবার সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে একটি রেন্টি গাছ কাটতে গিয়ে অসাবধানতাবসত গাছের নিচে চাপা পড়েন ইয়াকুব সরদার। এ সময় স্বজনেরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।