ভারতে করোনাভাইরাসের ওমিক্রন ঢেউয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লাখে পৌঁছেছে।বৃহস্পতিবার দেশটিতে যোগ হয়েছে দুই লাখ ২৬ ৪৭ হাজারের বেশি নতুন রোগী। যা আগের দিনের চেয়ে ২৭ শতাংশ বেশি।
গত বুধবার ( ১২ জানুয়ারি ) দেশটিতে নতুন করে ১ লাখ ৯৪ হাজার ৭২০ জনের সংক্রমণ শনাক্ত হয়। যা আগের দিনের চেয়ে ১৫.৮ শতাংশ বেশি।
দৈনিক শনাক্তের হার ছিল ১১.৫ শতাংশ।এর অর্থ হলো প্রতি একশ’ জনকে পরীক্ষা করে ১১.৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ভারতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩.১১ শতাংশে। আর সাপ্তাহিক হার ১০.৮০ শতাংশে।
ভারতে সক্রিয় রোগী মোট সংক্রমণের ৩.০৮ শতাংশ। কমে গেছে সুস্থ হয়ে ওঠার হারও। বর্তমানে তা দাঁড়িয়েছে ৯৫.৫৯ শতাংশে। দেশটিতে মোট টিকা প্রদানের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ কোটি ৬১ লাখ ডোজে।
সম্প্রতি ভারত সরকারের এক শীর্ষ বিজ্ঞানী সতর্ক করে বলেছেন, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রায় অপ্রতিরোধ্য এবং এতে পর্যায়ক্রমে সবাই আক্রান্ত হবে। সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, টিকার বুস্টার ডোজও এই ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তার ঠেকাতে পারবে না।
সূত্র: এনডিটিভি