যশোর আজ মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোল পৌরসভায় জরুরী সেবা প্রদান বন্ধ রাখায় ভোগান্তীতে পৌরবাসী!

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১৩, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ
বেনাপোল পৌরসভায় জরুরী সেবা প্রদান বন্ধ রাখায় ভোগান্তীতে পৌরবাসী
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: যশোরের শার্শা উপজেলার ১টি মাত্র পৌরসভা বেনাপোল পৌরসভার অতীব জরুরুী সেবা জন্ম নিবন্ধন,নাগরিক সনদ, মৃত্যু সনদ,চারিত্রিক সনদও ওয়ারেশকাম সার্টিফিকেট সরবরাহের মত গুরুত্বপূর্ন কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তীতে পৌরবাসী।

সেবা প্রত্যাশীরা অভিযোগ জানিয়ে বলেন, বিগত ২/৩ দিন ধরে পৌর কার্যালয়ে গিয়ে অভিযোগ জানালেও জরুরী সেবা চালুর ব্যবস্থা গ্রহণ করতে পারেনী। কবে নাগাত কার্যক্রম সচল হবে তাও বলতে পারেনী পৌরকর্তৃপক্ষ।পৌরসভা হতে ঘোষণা বা কোন প্রকার মাইকিং ছাড়াই জরুরী সেবা কার্যক্রম বন্ধ রাখায় সেবা নিতে যাওয়া নাগরিকদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে,সাথে আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্থ হচ্ছে তারা।

পৌরসভাটির ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মেহেদী মাসুদ বলেন বিগত ১৫ দিন আগে তিনি নাগরিক সনদ প্রাপ্তির জন্য নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করেন। আজও পর্যন্ত তিনি নাগরিক সনদ পাননি।পৌরসভার এহেন কর্মকান্ডে নাগরিক অধিকার ক্ষুন হচ্ছে অভিযোগ জানিয়ে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

দিঘীরপাড় গ্রামের (৫ নং ওয়ার্ড )পান্না জানান,বিগত ৩দিন ধরে তিনি নাগরিক সনদ ও জন্মসনদ গ্রহনের জন্য পৌরসভায় গেলেও তিনি কাঙ্খিত সেবা পাননি। জরুরুী প্রয়োজন হওয়ার তিনি কাউন্সিলর ও মেয়রের সহিত কথা বলার চেষ্ঠা চালালে কর্তৃপক্ষ বলেন কেহই অফিসে আসেন না। কবে নাগাত নাগরিক সনদ পাবেন জানতে চাইলে? পৌর কর্তৃপক্ষ কোন সদউত্তর দিতে পারেনী।

অভিযোগ বিষয়ে জানতে বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি মুঠো ফোনে জানান, পৌর সভার আভ্যন্তরীন সৃষ্ট জটিলতায় জন্ম নিবন্ধন,নাগরিক সনদ,ওয়ারেশকাম সার্টিফিকেট এর মত গুরুত্বপূর্ণ কিছু কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বিষিয়টি ইউনো ও ডিসি মহোদয়সহ সংশ্লিষ্ট উর্দ্ধতনদের জানানো হয়েছে শীঘ্রই সেবা চালু হবে বলে তিনি আশাবাদী।

আকস্মিক জরুরী সেবা দান বন্ধ রাখার কারন অনুসন্ধানে দেখা যায়,বেনাপোল পৌর মেয়র এর নির্দেশনায় বেনাপোল বাজারস্থ হস্তান্তর হওয়া বেনাপোল ইউনিয়ন পরিষদের ভবনে বেনাপোল পৌরসভা কার্যালয়-২ স্থাপন করে নাগরিক সেবা প্রদান করা হচ্ছিলো।

গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর পৌরসভার পরিচালনা পরিষদের আওয়ামীলীগ পন্থী মেয়র ও কাউন্সিলররা গা ঢাকা দেয়। এ সুযোগে ইউপি ভবন হস্তান্তর প্রক্রিয়ায় আপত্তি জানানো ইউপি সদস্যরা একজোট হয়ে পৌরসভার দ্বিতীয় কার্যালয় যা আগে ইউনিয়ন পরিষদ ভবন ছিলো সেটি দখলে নেয়। সেখানে আটকা পড়ে বেনাপোল পৌরকর্তৃপক্ষের কমপিউটারসহ আসবাব পত্র।

সংবাদ লেখা কালীন সময়েও চালু হয়নী বন্ধ রাখা জরুরী সেবা কার্যক্রম।সেবা প্রত্যাশীরা পৌর মেয়রকেই  দুষছেন। অনতীবিলম্বে জরুরী সেবা সচল করার দাবী জানিয়েছেন ভূক্তভোগীরা।

সর্বশেষ - সারাদেশ