বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পোর্টথানাধীন গাতিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৯ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ আম্বিয়া খাতুন (৫০) নামের এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
মঙ্গলবার ( ১৬এপ্রিল )সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনপোল স্থল বন্দর অফিসের দায়িত্বরতরা অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ঐ নারীকে গ্রেফতার করে।সে গাতিপাড়া গ্রামের কওসার মোড়লের স্ত্রী।
এ সংক্রান্তে মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোছাঃ জাহানারা কাতুন বাদী হয়ে গ্রেফতারকৃতের নামে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছেন বলে জানা গেছে।