হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ১০০বোতল ভারতীয় নিষিদ্ধ ১০০বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২ মাদককারবারী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ বাহার আলী (২৬) ও মোঃ আকবর আলী (৪২)।
বেনাপোল পোর্ট থানার চৌকস অফিসার এস আই মোস্তাফিজুর রহমান সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ঐ দুই মাদককারবারীকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ৩০ জানুয়ারী বেনাপোল পোর্টথানাধীন পুটখালী গ্রামের ট্যাংকির মোড় হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ একই গ্রামের জামাল হোসেনের ছেলে বাহার আলীকে গ্রেফতার করে পোর্টথানা পুলিশ।
সোমবার ( ২৯ জানুয়ারী ) বোরপোতা গ্রামের বারোপোতা জামে মসজিদের সামনে হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ হরিসচন্দ্রপুর গ্রামের ফকির আহমেদের ছেলে আকবর আলীকে গ্রেফতার করা হয়। যাহার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মাদকদ্রব্য উদ্ধারসহ ২ মাদককারবারী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা রুজু পূর্বক আসামী কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।