স্টাফ রিপোর্টার:: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০কেজি গাঁজা উদ্ধারসহ আবু তালেব খোকন (৪০) নামের চিহিন্ত মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে।
সোমবার( ১০জানুয়ারী ) বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজার বড় চালান উদ্ধারসহ আবু তালেব ওরফে খোকন নামের ঐ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়। সে বেনাপোল পোর্টথানা এলাকার মানকিয়া দক্ষিনপাড়া গ্রামের কদম আলীর ছেলে।
যশোর জেলা গোয়েন্দা শাখার দেওয়া এক প্রেস ব্রিফিং হতে জানা যায়,গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই শফি আহমেদ রিয়েল ও এস আই মোঃ রইচ আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্স সহায়তায় মানকিয়া গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী তালেবের বসত ভিটায় অভিযান চালিয়ে আধা-পাকা গোয়াল ঘরের মধ্যে লুকিয়ে রাখা ১০কেজি গাঁজা উদ্ধারসহ আসামী তালেবকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ২ লাখ টাকা।
এ সংক্রান্তে এস আই শফি আহমেদ রিয়েল নিজে বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় এজাহার দায়ের করেন বলে আরো জানা যায়।