বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল বাইপাস সড়কের পাশে গাছের সাথে গলায় ফাঁস লাগানো হান্নান মৃধা ( ৩৭ ) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
রবিবার( ১৩ই মার্চ ) সকালে বেনাপোল বাইপাস সড়কের পাশে নির্মানাধীন বেনাপোল থানা ভবন এলাকায় রাস্তার ধারে লাগানো গাছে গলায় ফাঁস লাগানো লাশটি উদ্ধার করে পুলিশ সদস্যরা।
নিহত হান্নান কুমিল্লার চাঁদপুর পৌরসভা এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে। ঘটনাস্থলে প্রশাসনের একাধিক টিম পৌছেছে ও মৃত্য রহস্য উদঘাটনের চেষ্ঠা চালাচ্ছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,মরাদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।
Discussion about this post