টিটো মিলন,যশোর প্রতিনিধি :: বেনাপোলে স্থলবন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাণিজ্য স্বাভাবিক করতে স্থানীয় ব্যবসায়ী,রাজনৈতিবিদ,সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করেছেন যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
এর আগে সভায় নিহত ছাত্রদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। শনিবার ( ১০ আগস্ট ) সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোল পোর্ট থানার অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় ব্যবসায়ী, সুধী সমাজ, ছাত্র জনতা ও স্থানীয় রাজনীতিবিদ আলোচনায় অংশ নেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বক্তব্যে বলেন, শুধু মাত্র আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। স্থানীয় জনগণ এবং ছাত্র জনতা থেকে শুরু করে সবার সক্রিয় ভূমিকা থাকলে খুব দ্রুত পরিস্থিতি সামলিয়ে দেশের অর্থনীতিকে সচল করা সম্ভব।এছাড়া সাম্প্রতি নাশকতামুলক বিভিন্ন ঘটনায় দুঃখ প্রকাশ করে সবাইকে সহনশীল হতে অনুরোধ জানান এবং সহযোগীতা কামনা করেন।
বৈষ্যম বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পক্ষে ছাত্র সমাজের নেতৃত্বে একটি দল মতবিনিময় সভায় অংশ নেন। তাদের রাখা বক্তব্যে তাহারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সুফল পেতে ৬ আগস্ট হতে বেনাপোল এলাকায় তাদের কর্মকান্ড বিজিবি অধিনায়ককে অবহিত করেন। এসময় তারা বেনাপোল এলাকায় চাঁদাবাজি বন্ধ করতে ও বাজারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে বিজিবি অধিনায়কের সহযোগীতা চান।