মাহমুদুল হাসান :: বেনাপোল পৌরসভার মুসলিম বিবাহ,তালাক রেজিস্ট্রার ও কাজী মোস্তফা কামালের নামে যশোরের আদালতে মামলা হয়েছে।
রবিবার ( ১০ নভেম্বর ) সকালে বেনাপোল পোর্টথানাধীন দূর্গাপুর গ্রামের আলী হোসেনের ছেলে কামরুজ্জামান( ৪০) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বাদী হয়ে কাজী মোস্তফার বিরুদ্ধে প্রতারক ও জালিয়াতির অভিযোগ দায়ের করেন।যশোর আদালতের মামলা নং- সি আর ১৮৯/২৪ ও তারিখ-১০/১১/২০২৪ ইং।
এ মামলার অপর আসামীরা হলো- দূর্গাপুর গ্রামের মৃত হবিবার মন্ডলের কন্যা নাজিরা বেগম ও কোতয়ালী থানাধীন ছাতিয়ানতলা চুড়মনকাটি গ্রামের হাসানুজ্জামানের স্ত্রী মোছাঃ তানিয়া আক্তার।
বাদী পক্ষের আইনজিবী মোঃ সালাহউদ্দিন শরীফ ( শাকিল )যশোরের আদালতে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন বাদীর (মোকাদ্দমার ধারা ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬/১০৯ দঃ বিঃ) অভিযোগটি আমলে নিয়ে বিজ্ঞ আদালতের বিচারক রহমত আলী পি বি আই যশোরকে অভিযোগের তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আর্জিতে লেখা হয়েছে ২নং আসামী নাজিরার সহিত বাদী কামরুজ্জামানের গত ইং ১৭ মে ২০২৩ইং তারিখে ইসলামী শরিয়ত মোতাবেক ৫০হাজার টাকা দেনমোহরে কাবিননামা মূলে বিবাহ হয়। আর এই বিবাহ রেজিস্ট্রি করেন বেনাপোল পৌরসভার ১,২ও ৩ নং ওয়ার্ডের কাজী মোস্তফা কামাল।
আনুমানিক ৩ মাস পর ৩নং আসামী তানিয়া নাজিরাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে তার মাধ্যমে ফুসলাইয়া বাদীকে ভুল বুঝাইয়া ১নং আসামী কাজী মোস্তফা কামালের মাধ্যমে পুনরায় ৫ লাখ টাকার কাবিননামা তৈরী করে আসামীরা পরষ্পর যোগসাজসে ও সহযোগীতায় কামরুজ্জামানকে ব্লাকমেইল করা সহ প্রাননাশের হুমকী প্রদান করে।
উপায়ান্তর না পেয়ে বাদী গত ১২-১০-২০২৪ ইং তারিখে ২নং আসামী নাজিরাকে তালাকের নোটিশ প্রেরণ করেন। এতে ক্ষিপ্ত হইয়া নাজিরা বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করলে বেনাপোল পোর্ট থানা পুলিশ গত ৬ নভেম্বর ২০২৪ ইং তারিখে বাদী ও আসামীদের নিয়ে থানায় শালিসে বসে।সেখানে বাদী জানতে পারে দ্বিতীয় কাবিননামা তৈরীর ১ দিন পূর্বে গত ২২ আগস্ট২০২৩ইং তারিখে কাজী মোস্তফা কামালের অফিসে বাদী ও নাজিরার মধ্যে খোলা তালাক হওয়ার প্রেক্ষিতে ২য় কাবিননামা তৈরী হয় যেখানে বাদী ও সাক্ষীদের সাক্ষর জাল করা হইয়াছে।
এ বিষয়ে অভিযুক্ত কাজী মোস্তফা কামাল মুঠোফোনে জানান,আপোস তালাকের সাক্ষর কামরুজ্জামান বাবুর দেওয়া। সাক্ষীদের সাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগের প্রশ্নে তিনি সদউত্তর দিতে পারেননী।
ভূক্তভোগী কামরুজ্জামান বলেন পরপুরুষে আসক্ত নাজিরা আমাকে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে ৫০ হাজার টাকার কাবিনে বিয়ে করে। আমি তার সহিত ঘরসংসার রত অবস্থায় দেখতে পায় সে অর্থলোভী। বিয়ের( প্রথম কাবিনের ) কিছুদিন পর তানিয়া ও কাজী মোস্তফা যোগসাজজে আরো লোকজন নিয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে জোর পূর্বক ৫লাখ টাকার কাবিন নামায সই করিয়ে নেই।
আদৌ দ্বিতীয় কাবিনের পূর্বে আমি কোন তালাকের কাগজে সাক্ষর করিনাই। কাবিন বানিজ্য করতেই আসামীরা একজোট হয়ে জাল জালিয়াতির আদলে সৃষ্ট আপোস তালাকের কাগজ দেখিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন দ্বারা আমাকে হুমকী-ধামকী,হয়রানীসহ মিথ্যা মামলায় ফাঁসানোর পায়তারা করছে।
আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই প্রতিকার পেতে আমি বিজ্ঞ আদালতের দারস্থ হয়েছি। তিনি আদালতের কাছে ন্যায় বিচার ও পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।