আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোসনা নামের এক গৃহবধুর মৃত্যু খবর পাওয়া গেছে। নিহত গোবিন্দগঞ্জ উপজেলার গাড়ি চালক আহাম্মদ আলীর স্ত্রী।
বুধবার বিকেলে ৩ টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর সোনারপাড়া গ্রামে এ ঘটনায় ঘটে। এতে আহত হয়েছেন স্বামী আহাম্মদ আলী।
সূত্রমতে,মোটরগাড়ি চালক মোহাম্মদ আলী তার ঘরের চাল মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎ না থাকায় তেমন কোন সাবধানতা অবলম্বন না করায় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ঘরের ফ্যানের ছেঁড়া তারের সাথে টিনের সংস্পর্ষে টিনসহ বিদ্যুতায়িত হয়।
ঘটনাটি দেখতে পেয়ে তার স্ত্রী জোসনা বেগম তাকে রক্ষা করতে এগিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনেই মারাত্মক আহত হন। আহত স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোসনা বেগমকে মৃত ঘোষণা করেন।
Discussion about this post