প্রায় ১৬ মাস মাস বন্ধ থাকার পর অবশেষে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এ তথ্য জানিয়েছেন।
এক্ষেত্রে পর্যটকদের করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। এছাড়া ভ্রমণকারীকে টিকা সার্টিফিকেট দেখাতে হবে এবং ৮০ হাজার ডলারের ভ্রমণ বিমা থাকতে হবে।
করোনা মহামারির কারণে দেশটির সব পর্যটন স্পট সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এই পর্যটন শিল্প থেকে মোটা অংকের আয় জিডিপিতে বড় ভূমিকা রাখে।দেশটির প্রধানমন্ত্রী শুক্রবার ( ২২ অক্টোবর ) এক বিবৃতিতে জানিয়েছেন যে খুব শীঘ্রই তারা বিদেশি শ্রমিকদেরও প্রবেশের অনুমতি দেবেন।
This picture shows a landmark eagle statue in Langkawi on September 18, 2021, as the holiday island reopened to domestic tourists following closures due to Covid-19 restrictions. (Photo by Mohd RASFAN / AFP)
জানা গেছে, নভেম্বরের মাঝামাঝি থেকে মালয়েশিয়া নির্দিষ্ট আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ল্যাংকাউই দ্বীপে যাওয়ার অনুমতি দেবে।
Discussion about this post