যশোর আজ সোমবার , ১ নভেম্বর ২০২১ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় আহত-৫

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ১, ২০২১ ৫:১২ অপরাহ্ণ
বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় আহত-৫
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: যশোরের বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় পাঁচ জন আহত হয়েছেন। সোমবার সকালে জহুরপুর ইউনিয়ন এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

আহতদের দাবি সতন্ত্র প্রার্থীর পক্ষে সোমবার মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা তাদের উপর হামলা করেন। আহতরা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,সকালে বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদরউদ্দিন মোল্যা নেতাকর্মী নিয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে জামতলা নামক জায়গায় পৌঁছালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান মিন্টুর লোকজন হিসেবে পরিচিত আব্দুর রশিদ,জসিম,মাসুদ (৩০), করিমসহ ২০-২৫ জন তাদের উপর হামলা করে।

এসময় স্বতন্ত্র পার্থী বদরউদ্দিন মোল্যা (৬৫), তার ছেলে আশিক ইকবাল (৩৪), কর্মী মাহাবুব (৩৫), লোটাসসহ (৪০) অন্তত পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হামলা ঘটনায় নৌকার প্রার্থী ইউনিয়ন যুবলীগের আহবায়কআসাদুজ্জামান মিন্টু বলেছেন, এ ঘটনায় আমার কোন কর্মী বা সমর্থক জড়িত নই। কারা হামলা চালিয়েছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানান, গোলোযোগের ঘটনা শুনেছি,ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ - সারাদেশ