যশোর আজ সোমবার , ২২ নভেম্বর ২০২১ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বাগেরহাটে র‌্যাবের অভিযানে হত্যা চেষ্ঠা মামলার আসামী গ্রেফতার

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ২২, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
বাগেরহাটে র‌্যাবের অভিযানে হত্যা চেষ্ঠা মামলার আসামী গ্রেফতার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খুলনা প্রতিনিধি :: পূর্বশত্রুতার জের ধরে মোঃ আব্দুলাহ( ১৭ )নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা চেষ্ঠা মামলার আসামী মোঃ রোহান শেখকে (২০) গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব সদস্যরা। সে খুলনা সদর থানাধীন টুটপাড়া এলাকার মৃত গোলাম মোস্তফা বাবুল শেখের ছেলে।

রবিবার ( ২১ নভেম্বর ) রাতে বাগেরহাট হতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করেন। র‌্যাবের প্রাথমিক জিঙ্গাসাবাদে সে হত্যা চেষ্ঠায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা যায়।

র‌্যাব-৬ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গত ১৭ নভেম্বর২০২১ ইং তারিখে পূর্বশত্রুতা বসত খুলনা সদর থানাধীন বাগমারা মেইনরোডস্থ মোড় এলাকায় একটি সেলুনের মধ্যে অবস্থানকালে বাগমারা মেইন রোড এলাকার সৈয়দ মুরাদ আলীর ছেলে আব্দুল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

এতে তার শরীরের বিভিন্নস্থান ক্ষত-বিক্ষত হয়।পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কে এমপি খুলনার সদর থানায় একটি হত্যা চেষ্ঠা মামলা রুজু হয় ।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর নিকট মামলার আসামীদের গ্রেফতার কাজে সহায়তা চাইলে র‌্যাব এলাকায় নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বাড়ায়। এরই ধারা বাহিকতায় র‌্যাব-৬ এর একটি চৌকস দল রবিবার ঐ মামলার ২নং পলাতক আসামীকে বাগেরহাট হতে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামীকে খুলনা সদর থানায়, মামলার তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর সহ আসামী রোহানের দেওয়া তথ্য মতে বাকী আসামীদের ধরতে র‌্যাব-৬ এর সদস্যরা গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে বলে আরো জানা যায়।

সর্বশেষ - লাইফস্টাইল