স্টাফ রিপোর্টার:: বাগেরহাটে র্যাবের অভিযানে মোঃ ইব্রাহীম মোল্লা ( ২২ ) নামের জালনোট প্রস্তুত,ক্রয়-বিক্রয় চক্রের সদস্য গ্রেপ্তার হয়েছে।
সোমবার ( ২৫ অক্টোবর ) রাতে খানজাহান আলীর মোড় হতে জাল টাকাসহ র্যাব-৬এর একটি আভিযানিক দল তাকে আটক করে ।সে বাগেরহাট জেলার সদরথানাধীন কুলিয়াদাড় গ্রামের মোঃ বিল্লাল মোল্লার ছেলে।
র্যাবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, খুলনার একটি আভিযানিক দল সদর থানাধীন খানজাহান আলীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম মোল্লাকে আটক করে।
এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে গ্রেফতাকৃত আসামীর হেফাজত হতে ১০০টি ১০০০টাকার জালনোট ( সর্বমোট এক লক্ষ টাকা ) ০৩টি সীম কার্ডসহ, ০২টি মোবাইল ও নগদ-১৩০৫ টাকা উদ্ধার পূর্বক জব্দ করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে বাগেরহাট জেলার সদর থানায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।