যশোর আজ সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বরিশাল ও রাজশাহীর খেলা দিয়েই বিপিএলের আসর শুরু আজ

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ৩০, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ণ
বরিশাল ও রাজশাহীর খেলা দিয়েই বিপিএলের আসর শুরু আজ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বিপিএলের ১১তম আসর শুরু হবে সোমবার। এই আসরকে বর্ণাঢ্য করতে সর্বোচ্চ পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ( বিসিবি )। শুরুতেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী।

মিরপুর শেরে বাংলায় দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। সন্ধ্যায় আরেকটি ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়। দুটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

২০১২সালে বিপিএল মাঠে গড়ানোর পর ব্যাপক আলোড়ন হয়েছিল।দলের নিলাম,খেলোয়াড় নিলাম থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানে তাক লাগিয়ে দেয় বিসিবি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিপিএল যেন বর্ণহীন হয়ে পড়েছে।

এবারের বিপিএলে ৭ দলের অংশগ্রহণে মোট ৪৬ ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রপ পর্বের খেলা। অর্থাৎ প্রথম পর্বে প্রত্যেক দল একই দলের মুখোমুখি হবে দু’বার।

গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা ৪ দল খেলবে প্লে-অফ।এই পর্বে হবে ৩টি ম্যাচ কোয়ালিফায়ার-১, এলিমিনেটর ও কোয়ালিফায়ার-২।টেবিলের সেরা দুটি দল খেলবে কোয়ালিফায়ার-১।এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে।

আর টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর।এই ম্যাচে যে দল হারবে তাদেরকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে কোয়ালিয়ার-১ এ হেরে যাওয়া দলের। এখানে উল্লেখিত দল দুটির মধ্যকার কোয়ালিফায়ার-২এ যে দল জিতবে,দ্বিতীয় দল হিসেবে তারাই যাবে ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি শেরে বাংলায়।

সর্বশেষ - সারাদেশ