লিয়াকত হোসেন লিংকন,সিনিয়র রিপোর্টার:: প্রবাসী আকাশ মিয়া ও আসমোক কোম্পানী লিমিটেডের উদ্যোগে বিতরণ হওয়া কম্বল পেয়ে খুশী ঘূর্ণিঝড় জাওয়াদ পরবর্তী কাশিয়ানী ও আলফাডাঙ্গার শীতার্ত মানুষ।
শীতের কষ্টে কাতর ষাটোর্ধ্ব হাওয়া বেগম।এখন তার মুখে হাসির ঝিলিক।অভাবের কারণে কম্বল কিনে গায়ে দেওয়া সামর্থ ছিল না। গোপালগঞ্জের কাশিয়ানী পূর্বপাড়ার বাসিন্দা এ বৃদ্ধা গত কয়েকদিন ধরে শীতে কষ্ট পাচ্ছিলেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর ) সকালে কম্বল নিতে আসা ওই বৃদ্ধা এভাবে তার কষ্টের কথাগুলো বর্ণনা করছিলেন।
তিনি কম্বল পেয়ে খুশিতে বলেন, ‘কয়দিন শীতে অনেক কষ্ঠে রাত কাটাইছি। আজ রাইতে ভালো ঘুম হবে। তোমাগে জন্যি দুয়া করি বাবা।’শুধু হাওয়া বেগমই নয়, এরকম এক হাজার বয়স্ক শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মরিশাস প্রবাসী আকাশ মিয়া ও আসমোক কোম্পানী লিমিটেডের উদ্যোগে কাশিয়ানী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাকির হোসেন মিয়া, বিউটি বেগম, ইউপি সদস্য রবিউল ইসলাম, মোঃ রফিকুল মিয়া, আবু বক্কার সিদ্দিকসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা।