দেশে উচ্চশিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় ভারতের ইনস্টিটিউট অব ইকোনমিক স্টাডিজের ( আইইএস ) ‘ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড’-এ পেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ( ইউজিসি ) সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আবদুল মান্নান।প্রফেসর মান্নান সশরীরে উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করেন।
গত বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর ) শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সম্মেলনে প্রফেসর আবদুল মান্নানের হাতে অ্যাওয়ার্ড, স্বর্ণ পদক ও সর্টিফিকেট তুলে দেন শ্রীলঙ্কার সাবেক স্পিকার ও ন্যাশনাল মুভমেন্ট ফর সোশাল জাস্টিসের বর্তমান চেয়ারম্যান দেশবন্ধু কারু জয়সুরিয়া।
উল্লেখ্য,আইইএস নয়াদিল্লিতে অবস্থিত একটি অরাজনৈতিক সংগঠন যা প্রতিষ্ঠিত হয়েছে ভারতের লোকসভা ও রাজ্যসভার সাবেক সদস্য, সাবেক বিচারপতি, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের প্রচেষ্টায়।
আইইএস প্রতিবছর বিভিন্ন দেশে তাদের বার্ষিক সম্মেলন করে এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদানের জন্য একটি আন্তর্জাতিক প্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননার জন্য বাছাই করে। এই বছর আইইএস-এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো কলম্বোতে।