আন্তর্জাতিক ও প্রতিনিধিত্বমূলক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের সাবেক অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ৩৭ বছর বয়সী পোর্টারফিল্ড ইতি টানলেন খেলোয়াড়ি জীবনের।
অবসরের ঘোষণা দিয়ে পোর্টারফিল্ড বলেন ১৬ বছর আমার দেশের প্রতিনিধিত্ব করাটা ছিলো আমার কাছে সম্মানের। যদিও এই মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত অবাস্তব মনে হচ্ছে,কিন্তু আমি সৌভাগ্যবান যে ২০০৬ সাল থেকে খেলেছি এবং এটা ছিল দারুণ যাত্রা।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়ে আয়ারল্যান্ডের দ্বিতীয় শীর্ষ ব্যাটসম্যান হিসেবে খেলোয়াড়ি জীবনে পোর্টারফিল্ড ৪৩৪৩ রান করেছেন।আয়ারল্যান্ডের হয়ে দ্বিতীয় সবচেয়ে বেশি ১৪৮ ম্যাচ খেলেছেন
সব ফরম্যাট মিলিয়ে ২১২ ম্যাচ খেলে ১৭২টিতেই আয়ারল্যান্ডের অধিনায়ক ছিলেন পোর্টারফিল্ড।এখন পর্যন্ত আয়ারল্যান্ডের খেলা তিন টেস্টেই নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপেও তিনি অধিনায়ক ছিলেন।
’