পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের দাবি,দ্রুত দরপতন থেকে পুঁজিবাজারকে উত্থানে ফেরানোর পাশাপাশি গত ১০ অক্টোবর থেকে চলা এ দরপতনের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
সোমবার ( ২৫ অক্টোবর ) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই ) সামনে তারা বিক্ষোভ করে।
জানা যায়, গত কয়েক দিন ধরে দেশের পুঁজিবাজারে বড় দরপতনের মাধ্যমে লেনদেন চলছে। রবিবার ( ২৪ অক্টোবর ) সপ্তাহের দাফতরিক কার্যদিবসের প্রথম দিনেই এই বড় পতন হয়। এদিকে, সোমবার ( ২৫ অক্টোবর ) আড়াই ঘণ্টার মধ্যে ১৬৪ পয়েন্টের পতন সব ছাড়িয়ে যায়।এ অবস্থায় রাস্তায় নামতে বাধ্য হয় বিনিয়োগকারীরা।
এদিকে এরইমধ্যে ১০ অক্টোবরের ৭৩৬৮ পয়েন্টের সূচক সোমবার ( ২৫ অক্টোবর ) দুপুর ১২টা ৩৬ মিনিটে ৬৮৪১ পয়েন্ট নেমে যায়। এ ক্ষেত্রে সূচক কমে ৫২৭ পয়েন্ট বা ৭ শতাংশ।