আমরা অনেকেই অনলাইন পাসওয়ার্ড ম্যানেজমেন্ট ‘পাসপ্যাক’ এর সাথে পরিচিত। পাসপ্যাক তাদের ডেস্কটপ ভার্সন রিলিজ করেছে। ডেস্কটপের এই ভার্সন আরও আধুনিক করে তৈরি করা হয়েছে।পাসওয়ার্ড ম্যানেজ করুন পাসপ্যাক দিয়ে
এই ডেস্কটপ ভার্সনে আপনার পাসওয়ার্ডগুলোকে ম্যানেজ করার পর অটোমেটিক্যালি তা তাদের অনলাইন সার্ভিসের সঙ্গে সিনক্রোনাইজ করে নেয়।
যার ফলে আপনাকে কষ্ট করে পাসপ্যাকে আর অ্যাকাউন্ট করার ঝামেলা পোহাতে হবে না। আর যতবার আপনি আপনার পাসপ্যাকের কনটেন্ট আপলোড করবেন ততবার তা অটোমেটিক্যালি সিনক্রোনাইজ করে নেবে।