নায়িকা পরীমনি হাসপাতালে ভর্তি।রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছেন সময়ের দর্শকপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে। রোববার ( ২৭ মার্চ ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই।
তবে নায়িকা কীভাবে আহত হয়েছেন সে বিষয়ে কিছু জানাননি তিনি। এ বিষয়ে কথা বলতে তার স্বামী শরীফুল রাজের মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া দেননি তিনি।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন পরীমনি। হাসপাতালের বিছানায় তোলা তার হাতের একটি ছবিও পোস্ট করেছেন ফেসবুকে। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন, ‘একটি দুর্ঘটনা।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন পরীমনি। কিছুদিন আগে বিয়ের খবরের সঙ্গে মা হতে যাওয়ার খবরও জানান পরীমনি। আপাতত নতুন অতিথির আগমনের অপেক্ষায় এই দম্পতি।
Discussion about this post