শার্শা প্রতিনিধি :: নিজ অপকর্মের সংবাদ প্রকাশিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে গ্রামের কন্ঠের সিনিয়র সাংবাদিক আসাদুর রহমানকে পেটানো দূর্নীতিগ্রস্থ সেই সার্জেন্ট মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিককে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
রবিবার( ২জুলাই ) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন নাভারন হাইওয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
বিতর্কিত সার্জেন্ট রফিক ক্ষমতার প্রভাব খাটিয়ে পরিবহনের যাত্রী টিকিট ফ্রি নিতে গিয়ে কাউন্টার ব্যবসায়ীর সাথে বিবাদে জড়িয়ে তাকে ব্যবসা পরিচালনা করতে দিবেনা বলে হুমকী দেই। এ ঘটনায় গত ১লা জুলাই অনলাইন পোর্টাল যশোরপোস্ট ডট কমে সংবাদ প্রকাশিত হলে সার্জেন্ট রফিক লোক মারফত সাংবাদিক আসাদুর রহমানকে নাভারন সাতক্ষীরা মোড়স্থ মুন মুন গ্লাস হাউসে অভিযোগকারীর সাথে মিমাংসার জন্য ডাকে।
সেমত সাংবাদিক আসাদ মুন মুন গ্লাস হাউসে উপস্থিত হলে আচমকা সার্জেন্ট রফিক সাংবাদিক আসাদের উপর চড়াও হয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। বিষয়টি জানাজানি হলে আসাদের সহকর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রশাসনিক কর্মকর্তার এই দায়িত্বহীন কর্মকান্ডে শার্শার সাংবাদিক মহলসহ অন্যান্য সূধী মহলে নিন্দার ঝড় ওঠে। তাৎক্ষনিক সাংবাদিক নির্যাতনের ঘটনায় ফুঁসে ওঠে সাংবাদিক সমাজ। সাংবাদিক নির্যাতনের বিষয়টি প্রশাসনের উর্দ্ধতনদের অবগত করাসহ ভূক্তভোগী সাংবাদিক নিজে বাদী হয়ে সার্জেন্ট রফিকের বিরুদ্ধে শার্শা থানায় শনিবার রাতে লিখিত অভিযোগ করেন।
শার্শা প্রেসক্লাবের সদস্য আসাদুর রহমানের উপর প্রশাসনের লোকের ন্যাক্কার জনক হামলার নিন্দা জানিয়ে প্রেসক্লাবটির সাধারন সম্পাদক ও যশোর থেকে প্রকাশিত স্পদন পত্রিকার প্রতিনিধি ইয়ানুর রহমান বলেন সাংবাদিক নির্যাতনকারী, দূর্নীতিগ্রস্থ সার্জেন্ট রফিকের অনতিবিলম্বে আইনানুগ প্রক্রিয়ায় শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা না হলে শার্শাসহ জেলায় কর্মরত সাংবাদিক সংগঠনগুলোর সহায়তা নিয়ে বৃহত্তর সাংবাদিক মহল কঠোর আন্দোলনে নামবে।