নরওয়ের ক্রাউন প্রিন্স হাকনের ২৭ বছর বয়সী ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৯ নভেম্বর ) নরওয়ের পুলিশ এই তথ্য নিশ্চিত করে। খবর দ্য গার্ডিয়ানের।
মারিয়াস বোর্গ হোইবি,যিনি ক্রাউন প্রিন্সেস মেটে-মেরিটের আগে থেকেফ জন্ম নেওয়া সন্তান, তাকে ফৌজদারি আইন ভঙ্গ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়েছে, তিনি এমন একজন ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন,যিনি তখন অচেতন বা প্রতিরোধ করার সক্ষমতা হারিয়েছিলেন।
ভুক্তভোগীর আইনজীবী জানিয়েছেন,ঘটনার দিন তাদের মধ্যে প্রথমবার দেখা হয় এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে হোইবিকে গ্রেপ্তার করা হয় এবং তাকে একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তবে হোইবি এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।
পুলিশ আরও জানিয়েছে, হোইবির বিরুদ্ধে একই ধরনের আরও পাঁচটি অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের মধ্যে চারজন নারী এবং একজন পুরুষ।