নড়াইল প্রতিনিধি :: নড়াইল জেলায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টিকারী ৭ বছরের শিশু ধর্ষণকারীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত মোঃ সামিরুল (২২)পেশায় গাড়ি চালক।
রবিবার ( ১৭ সেপ্টেম্বর ) র্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা কালিয়া থানাধীন বারইহাটি এলাকায় অভিযান চালিয়ে ঐ ধর্ষণকারীকে গ্রেফতার করে।
র্যাব-৬ এর দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়,ভিকটিম শিশু কালিয়া থানাধীন ১টি বিদ্যালয়ে পড়াশোনা করতো। গত ১৫ সেপ্টেম্বর তার মাকে খোঁজার জন্য বাড়ী হতে বের হলে ধর্ষণকারী মুখ চেপে ধরে বাগানের মধ্যে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
র্যাব-৬ এর সিপিসি -৩ যশোর ক্যাম্পের সদস্যরা উক্ত স্পর্শকাতর ও মর্মান্তিক ঘটনা সম্পর্কে অবহিত হয়ে একটি আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন শেষে ধর্ষণকারীকে সনাক্ত পূর্বক গ্রেফতারের লক্ষে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।ভিকটিম শিশু হওয়ায় ধর্ষণকারীকে সনাক্ত করতে ব্যার্থ হলেও ধর্ষণকারী বালু টানা গাড়ী চালক বলে র্যাবকে জানাই।
এরই সুত্র ধরে র্যাব সদস্যরা ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামী সনাক্ত পূর্বক যশোর ক্যাম্পের সদস্যরা সামরিুলকে গ্রেফতার করে।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শিশু ধর্ষণের কথা স্বীকার করে বলে আরো জানা গেছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল জেলার কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post